স্বামীর মৃত্যুর ২৫ বছরেও মিনা পাননি বিধবা ভাতা

প্রকাশ | ২৮ জুন ২০২০, ১৬:৫৮

খোরশেদ আলম, ঝিনাইগাতী ( শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল গ্রামের মৃত শাহ জালালের স্ত্রী মিনা বেগম (৪২)। বিয়ের পাঁচ বছর পরই তার স্বামীর মৃত্যু হয়। এরপর ২৫ বছর পার হয়ে গেলেও বিধবা ভাতা’র কার্ড পাননি মিনা বেগম।

স্বামীর মৃত্যুর পর থেকে অন্যের বাড়িতে ও হোটেল-রেস্তোরায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন মিনা বেগম। সহায়-সম্বল বলতে নেই কিছুই। নেই কোন সন্তানাদি। ঘর বাড়ি না থাকায় অন্যের বাড়ির আশ্রিতা তিনি। শারীরিক অবস্থার কারণে আগের মতো এখন আর কাজ কর্মও করতে পারেন না তিনি। একদিন কাজে না গেলে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করতে হয় তাকে।

তার অভিযোগ, একটি বিধবা ভাতার কার্ডের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের কাছে দীর্ঘদিন ঘুরেছেন। ইউপি সদস্য মোহাম্মদ আলী কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ৩০০০ টাকাও নিয়েছেন তার থেকে। কিন্তু আজও তিনি পাননি সেই কার্ড।

তবে ইউপি সদস্য মোহাম্মদ আলী টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মিনা বেগমের পরিচয় পত্রের ফটোকপি নেওয়া হয়েছে। সামনে বিধবা ভাতা’র কার্ড করে দেওয়া হবে।’

ঢাকাটাইমস/২৮জুন/পিএল