করোনায় জাপার সাবেক এমপি শাহজাহানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০২০, ২০:০৪

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাহজাহান তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে মারা যান।

জাতীয় পার্টি চেয়ারম্যারের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনা উপসর্গ দেখা দিলে গত ২০ জুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে শাহজাহান তালুকদার নমুনা দেন। গত ২১ জুন তার করোনা শনাক্ত হয়। পরদিন তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

শাহজাহান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। এক শোকবার্তায় তিনি শাহজাহান তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শাহজাহান তালুকদার ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি এক সময় বগুড়া জেলা জাতীয় পার্টির দায়িত্বও পালন করেছিলেন।

(ঢাকাটাইমস/২৮জুন/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :