জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশ | ২৯ জুন ২০২০, ০৮:৪১

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সালাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ইটাখোলা-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রবিবার দুপুরে ক্ষেতলাল উপজেলার দেউলিয়া গ্রামের রায়হান হোসেন মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কুশুমশহর মোড়ের অদূরে বৃদ্ধ আব্দুস সালামকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় আব্দুস সালাম মারা যায়।

ক্ষেতলাল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আবু রায়হান জানান, মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ আব্দুস সালাম চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় বগুড়ার শজিমেক হাসপাতালে মারা গেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাটাইমস/২৯জুন/প্রতিনিধি/এমআর