বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

প্রকাশ | ২৯ জুন ২০২০, ১১:০৯ | আপডেট: ২৯ জুন ২০২০, ১১:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজধানীর ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে একটি লঞ্চ। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে লঞ্চটি ডুবে যায় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অপারেটর মো. শাহদাত। তিনি বলেন, ফরাজগঞ্জ ঘাটে লঞ্চটি ডুবে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকাগামী ছিল বলে আমরা জানতে পেরেছি।

স্থানীয়রা জানান, সাড়ে নয়টার দিকে ঢাকা-চাঁদপুর রুটে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়। লঞ্চটির কয়েকজন যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠলেও এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

এদিকে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।

ঢাকাটাইমস/২৯জুন/এমআর