কথা রাখতে পারেননি সৌরভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০২০, ১২:২৭

করোনা সংকটে বাড়তি অর্থ-তো দূরের কথা নিজেদের প্রাপ্য অর্থই বুঝে পাননি ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটাররা। এমন খবরই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

বিসিসিআই প্রধানের দায়িত্ব নিয়ে, স্থানীয় ক্রিকেটের বেতন কাঠামো উন্নত করার নিশ্চয়তা দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। তবে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রঞ্জি ও মুশতাক ট্রফি খেলার প্রাপ্য অর্থই এখনো বুঝে পাননি অনেক ক্রিকেটার। ফলে করোনাকালে মানবেতর জীবনযাপন করছেন তারা।

রঞ্জি ট্রফিতে দিন প্রতি ৩৫ হাজার রুপি পান একজন ক্রিকেটার। মুশতাক আলী ট্রফিতে যে পরিমাণ সাড়ে ১৭ হাজার রুপি। রঞ্জি ট্রফির পুরো মৌসুম খেলে এক একজনের আয় হয় প্রায় ১৩ লাখ রুপি। কিন্তু এবার অনেক ক্রিকেটারই সে অর্থ বুঝে পাননি। এ ছাড়া প্রতিশ্রুতির পরেও দেয়া হয়নি বিসিসিআইয়ের লভ্যাংশের ভাগও। যদিও এর জন্য কারিগরি ত্রুটিকে দায়ী করেছেন বিসিসিআই কোষাধ্যক্ষ অরুন ধামাল।

(ঢাকাটাইমস/২৯ জুন/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :