বগুড়ায় আরও ৬৯ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ২৯ জুন ২০২০, ১২:৪১

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায় আরও ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। নতুন এই আক্রান্তদের মধ্যে ৪৩ জন পুরুষ, ২২ জন নারী এবং ৪ শিশু রয়েছে। সোমবার বেলা ১১টায় তিনি এসব তথ্য জানান।

ডেপুটি সিভিল সার্জন জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৫টি নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৩৭টি নমুনার ফলাফলে ৫৪জন করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৫, গাবতলী ৬, শাজাহানপুর ৩, শিবগঞ্জ ৩ এবং দুপচাঁচিয়া ২জন করে শনাক্ত হয়েছেন।

নতুন ৬৯ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ২৭৮২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৪৩ জন। মারা গেছেন ৪৮ জন। ফলে বর্তমানে মোট রোগীর সংখ্যা ২৩১৩ জন।

ঢাকাটাইমস/২৯জুন/প্রতিনিধি/এমআর