লঞ্চডুবির ঘটনার বিআইডব্লিউটিএ’র তদন্ত কমিটি

প্রকাশ | ২৯ জুন ২০২০, ১৫:২৬ | আপডেট: ২৯ জুন ২০২০, ১৫:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সংস্থাটির যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) এ কে এম আরিফ উদ্দিন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক জয়নাল আবেদিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকাল নয়টায় বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার ফরাসগঞ্জ এলাকায় লঞ্চডুবির ঘটনা ঘটে। চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ৫০ জন যাত্রী নিয়ে ডুবে যায় মর্নিং বার্ড নামের লঞ্চটি। লঞ্চটি কাঠপট্টি ঘাটে ভেড়ার ঠিক আগ মুহুর্তে এ দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ এবং নৌ-পুলিশ উদ্ধার কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোস্টগার্ড সদর দপ্তরের তথ্য মতে ৩০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ২ জন শিশু, ৫ নারী এবং ২৩ পুরুষ।

ঢাকাটাইমস/২৯জুন/কারই/এমআর