চুয়াডাঙ্গায় করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ | ২৯ জুন ২০২০, ১৮:০৫ | আপডেট: ২৯ জুন ২০২০, ১৮:০৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বদর উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বদর উদ্দিন দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান, শরীরে ব্যথা, জ্বর ও বমি নিয়ে সকালে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, মারা যাওয়া বদর উদ্দিনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাটি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গায় রবিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৫ জন ও মারা গেছেন ৩ জন।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ)