কালিহাতীতে আট ওষুধের দোকানকে জরিমানা, একজনের কারাদণ্ড

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০২০, ১৮:৩৮

টাঙ্গাইলের কালিহাতীতে আটটি ওষুধের দোকানকে জরিমানা এবং একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এলেঙ্গা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শাহরিয়ার রহমান এসব দণ্ড দেন।

তিনি জানান, টাঙ্গাইল ওষুধ প্রশাসন ও র‌্যাব সদস্যদের সহযোগীতায় এ অভিযানে এক ফার্মেসির মালিককে তিন মাসের করাদণ্ড এবং আট ফার্মেসি মালিককে ৯৫০০০ টাকা জরিমানা করা হয়৷ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রির দায়ে তাদের এসব দণ্ড দেওয়া হয়েছে। এসময় বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়। এরপর জব্দ ওষুধগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নার্গীস আক্তার, টাঙ্গাইল র‌্যাব-১২ এর সিপিসি-৩’র কোম্পানির কমান্ডার আবু নাঈম তালাত প্রমুখ।

ঢাকাটাইমস/২৯জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :