ভয়ঙ্কর ভিডিও, বিশাল অ্যানাকন্ডার লেজ ধরে টানাটানি

প্রকাশ | ২৯ জুন ২০২০, ১৯:০৮ | আপডেট: ২৯ জুন ২০২০, ১৯:১৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

অ্যানাকোন্ডা যে কতটা মারাত্মক তা সিনেমার পর্দা কিংবা বইয়ের পাতা থেকেই আন্দাজ করা যায়। মানুষকে নিমেশে গিলে ফেলতে পারে এই দৈত্যাকার সাপ। সেই সাপের কিনা লেজ ধরে টানাটানি!
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একটি ১৭ ফুট অ্যানাকোন্ডার লেজ ধরে তাকে নৌকায় তোলার চেষ্টা চালাচ্ছেন এক ব্যক্তি। আর রাক্ষুসে অ্যানাকোন্ডা রীতিমতো ভয় পেয়ে পালিয়ে যাওয়ার জন্য ছটফট করছে। কিন্তু নৌকায় থাকা ব্যক্তি ছাড়তে নারাজ। তিনি অ্যানাকোন্ডাকে নৌকায় তুলবেনই। অবশেষে অ্যানাকোন্ডাকে আটকে রাখতে পারেননি তিনি। কেউ অ্যানাকোন্ডার মতো ভয়ঙ্কর প্রাণীকেও যে লেজে গোবরে করতে পারে তা এই ভিডিও দেখলেই বিশ্বাস করা যায়।
আসলে ভিডিওটি ২০১৪ সালে সেপ্টেম্বর মাসের। সান্তা মারিয়া নদীতে নৌকায় ভাসছিলেন বেতিনহো বোর্জেস, তার স্ত্রী অলিভিয়ারা ও বন্ধু স্যান্টোস। তখনই এই ঘটনা। পরে অবশ্য জানা যায় এই আচরণের জন্য তাদের বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে।
এই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। তবে কীভাবে বোর্জেস অতিকায় অ্যানাকোন্ডার লেজ ধরলেন তা ভেবে পাচ্ছেন না কেউই।

ফুল ভিডিও দেখতে ক্লিক করুন

ঢাকা টাইমস/২৯জুন/একে