তাহিরপুরে করোনায় প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ২৯ জুন ২০২০, ১৯:৪১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে তিনি মারা যান। এরপর গত শনিবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এ তথ্য নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মতিউর রহমান উপজেলার বড়দল (দক্ষিণ) ইউনিয়নের পাগলপুর গ্রামের মৃত মহর আলীর ছেলে।

তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ জন। সুস্থ হয়েছেন ২০ জন। আর আইসোলেশনে যান ১৭ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা অবসরে যাওয়ার আগ পর্যন্ত উপজেলার বাদাঘাট ইউনিয়ন ভোলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :