দেশে জাপানি বিনিয়োগ বাড়াতে চায় বেসিস

তথ্যপ্রযু্ক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০২০, ২০:৫৭

তথ্যপ্রযুক্তি খাতে জাপানের বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে খোলা হলো ‘বেসিস জাপান ডেস্ক’। সোমবার ২৯ জুন বিকেলে ওয়েবিনারের মাধ্যমে এই ডেস্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয় উপদেষ্টা সালমান এফ রহমান।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিবএন এম জিয়াউল আলম,বাণিজ্য সচিব ডঃ জাফর আহমেদ, বাংলাদেশে জাপানের রাস্ট্রদূত ইতো নাওকি, জাপানে বাংলাদেশ রাস্ট্রদূত ড. শহিদা আক্তার, জেট্রোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভব উজি আনদো সংযুক্ত ছিলেন।

বেসিসের পরিচালক রাশাদ কবিরের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখানে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির ও জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান।

ওয়েবিনার উদ্বোধনীতে জানানো হয়, বাংলাদেশে এখন ছোট বড় ৫০টি আইটি কোম্পানি জাপান মার্কেটে কাজ করছে। সেখানকার কাজের উপযোগী জনশক্তি গড়ে তুলতে বেসিস প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে। আগামীতে জাপানেও একটি ‘বাংলাদেশ ডেস্ক’ খোলা হবে।

(ঢাকাটাইমস/২৯জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :