বিএসএমএমইউ’র ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০২০, ২১:৩৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২০-২০২১ সালের অর্থ বছরের জন্য ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বছরের বাজেটের পরিমাণ ছিল ৪৭৯ কোটি ৯৪ লাখ টাকা (সংশোধিত)।

আজ সোমবার, বিএসএমএমইউর বি ব্লকের নীচ তলায় ডা. মিল্টন হলে দুপুর ২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কিত এ তথ্য তুলে ধরেন বিএসএমএমইউর কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান। এর আগে একই স্থানে ৭৭তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য কনক কান্তি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই গুরুত্বপূর্ণ সভায় সিন্ডিকেটের সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে এই বাজেট অনুমোদিত হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) জাহিদ হোসেন, রেজিস্ট্রার এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান প্রমুখ। এছাড়াও ঘোষণা করা হয় পরিচালন, উন্নয়ন ও গবেষণা বাজেটসহ রূপকল্পসমূহ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কনক কান্তি বড়–য়া বলেন, করোনাকালীন সংকট মোকাবিলায় সিন্ডিকেটের অনুমোদন নিয়ে ২৫ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী ৬ মাস চিকিৎসাসেবাসহ সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ৭৬ কোটি টাকা বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে বিএসএমএমইউর কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান জানান, ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেটের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ও শিক্ষা মন্ত্রণালয় (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) থেকে প্রায় ৩৭০.৬৫ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয় নিজস্ব আয় থেকে ৫৫ কোটি টাকাসহ মোট ৪২৫.৬৫ কোটি টাকা সংগ্রহ হবে। মোট ঘাটতি ১৭৬.০৯ কোটি টাকা যা সংশোধিত বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে চাওয়া হবে।

এ বছর গবেষণা ও প্রশিক্ষণ খাতে ১৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে বেতন ভাতা খাতে ২৬৪. ৪৮ কোটি টাকা রাখা হয়েছে।

ঢাকাটাইমস/২৯ জুন/এএ

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

অ্যানেস্থেসিয়ায় হ্যালোথেন ব্যবহার বন্ধ করতে বললো স্বাস্থ্য সেবা বিভাগ, কেন এ নির্দেশ?

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বাদাম!

স্বাধীনতা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব যক্ষ্মা দিবসে জানুন সংক্রামক এ রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

মৃগী রোগ সম্পর্কে কতটা জানেন? এর লক্ষণ আর চিকিৎসাই বা কী?

এক যুগ আগেই জানা যাবে আপনি মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত কি না

কীভাবে চিনবেন প্রাণঘাতী অগ্ন্যাশয়ের ক্যানসার? বাঁচতে হলে জানুন

মাথা ও ঘাড়ের ক্যানসার ধ্বংসের থেরাপি আবিষ্কার! দাবি বিশেষজ্ঞদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :