বিসিবির করোনা অ্যাপের আওতায় নারী ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জুন ২০২০, ১০:০১ | প্রকাশিত : ৩০ জুন ২০২০, ০৯:৫৬

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। এছাড়া বাকিরাও এ ভাইরাসের সংস্পর্শে এসেছেন কি-না এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর রাখতে বিশেষ অ্যাপ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটারদের জন্য এ বিশেষ অ্যাপে প্রাথমিকভাবে ৪০ জনকে যুক্ত করা হয়েছিল। যেখানে ১৮টি প্রশ্নের মাধ্যমে প্রতিদিন তাদের স্বাস্থ্যের তথ্য নেওয়া হচ্ছে। এবার বিসিবির সেই অ্যাপে বাংলাদেশ নারী ক্রিকেটারদের যুক্ত করা হচ্ছে।

বিসিবির সূত্রে জানা গেছে, অ্যাপে প্রাথমিকভাবে ৪০ জন ক্রিকেটারকে যুক্ত করা হলেও দ্বিতীয় ধাপে নারী ক্রিকেটারদের যুক্ত করা হচ্ছে। মোট ২৫ জন নারী ক্রিকেটার বিসিবির এ করোনা অ্যাপে যুক্ত হতে পারেন। বিসিবি ইতোমধ্যে সংশ্লিষ্ট নারী ক্রিকেটারদের কাছ থেকে ই-মেইল অ্যাড্রেস সংগ্রহ করেছে। যত দ্রুত সম্ভব অ্যাপে তাদের যুক্ত করা হবে।

মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপে যুক্ত হওয়ার পর পুরুষ ক্রিকেটারদের ন্যায় তারাও প্রতিদিন আপডেট জানাবেন। ডার ফলে অ্যাপে থাকা ১৮টি প্রশ্নের উত্তরের মাধ্যমে যদি কেউ করোনাভাইরাসের সংস্পর্শে এসে থাকেন বা স্বাস্থ্য সম্পর্কিত কোন সমস্যা রয়েছে কি-না তা জানা যাবে।

এর আগে বিসিবির এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ম্যানেজার নাসির আহমেদ জানিয়েছিলেন, অ্যাপটিতে রাখা ১৮টি প্রশ্নের বেশির ভাগই কোভিড-১৯ এর উপসর্গ বিষয়ে। অ্যাপের মাধ্যমে কে কতক্ষণ ঘুমিয়েছে, জ্বর বা ব্যথা আছে কি-না, কোভিড-১৯ রোগীর সংস্পর্শে গিয়েছিল কি-না, মানসিক অবস্থা ইত্যাদি তথ্য ক্রিকেটাররা জানাবে।

তিনি আরও জানান, প্রতিদিনের তথ্য প্রতিদিন দিতে হবে। ক্রিকেটারদের দেওয়া তথ্যে ওপর ভিত্তি করে লাল, সবুজ ও হলুদ জোনে চিহ্নিত করা হবে। প্রশ্নের উত্তর দিলে অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে কে কোন জোনে পড়েছে। এরপর বিসিবির মেডিকেল বিভাগ বাকিটা দেখবে।

প্রথম পর্যায়ের ৪০ জনের মধ্যে অ্যাপে উত্তর দিয়ে রেড জোনে অর্থাৎ করোনা ঝুঁকির মধ্যে পড়েছিলেন টাইগাার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। কারণ, তাদের শরীরে জ্বর ও ব্যথা ছিল। যদিও করোনা পরীক্ষায় তাদের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েনি।

এদিকে দেশের ক্রিকেটারদের মাঝে মাশরাফি, অপু এবং সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

(ঢাকাটাইমস/৩০ জুন/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :