এক চার্জে চলবে ৭৫ কিলোমিটার

প্রকাশ | ৩০ জুন ২০২০, ১০:১১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের কারণে অনেকেই পাবলিক পরিবহনে উঠতে নারাজ। এজন্য সাইকেল, মোটরসাইকেল কিংবা স্কুটার বেছে নিচ্ছেন। তাদের জন্য সস্তায় ইলেকট্রিক স্কুটার এনেছে ভারতের জিমোপাই ইলেকট্রিক নামের একটি প্রতিষ্ঠান। স্কুটারটির নাম মিসো। 

প্রতিষ্ঠানটি দাবি করছে এটি ভারতের প্রথম ‘সোশ্যাল ডিসট্যান্সিং ই-স্কুটার’। 

এই ই-স্কুটারে রয়েছে একটি মাত্র সিট। তবে মালপত্র বহনের সুবিধার্থে একটি শক্তিশালী ক্যারিয়ার রয়েছে। যেটি ১২০ কেজি পর্যন্ত মাল বহনে সক্ষম।

ই-স্কুটারে রয়েছে শক্তিশালী লিথিয়াম-আয়ন ব্যাটারি। মাত্র ২ ঘণ্টায় ব্যাটারির ৯০ শতাংশ চার্জ হয়ে যায়। সংস্থার দাবি, ফুল চার্জ দিলে টানা ৭৫ কিলোমিটার পর্যন্ত ছুটবে এই স্কুটার। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার।

স্কুটারটি চালাতে কোনও রকম লাইসেন্স লাগবে না। তবে ড্রাইভিং লাইসেন্স থাকা ভালো। হেলমেট তো অবশ্যই পরতে হবে।

ইতিমধ্যেই এই ই-স্কুটারের বুকিং শুরু হয়ে গিয়েছে। জুলাই মাস থেকেই এটির ডেলিভারি দেওয়া শুরু করবে সংস্থা। জানা গিয়েছে, এই ই-স্কুটারের দাম ভারতে ৪৪ হাজার রুপি। এখন বুকিং করলে দামের উপর ২ হাজার রুপির বিশেষ ছাড়ও পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/৩০জুন/এজেড)