আমদানি স্বাভাবিক হলেও ভারতে বাংলাদেশি পণ্য ঢুকতে বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জুন ২০২০, ১১:০১ | প্রকাশিত : ৩০ জুন ২০২০, ১০:৪১

করোনাভাইরাস প্রতিরোধে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর স্থলবন্দর আবার চালু হলেও ভারতের বাধার কারণে বাংলাদেশি পণ্য সে দেশে ঢুকতে পারছে না। তবে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। রপ্তানিতে বাধা দূর করতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা।

পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আমদানি-রপ্তানিতে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টরা এসব তথ্য নিশ্চিত করেন।

নৌ সচিব ড. মো. জাফর উদ্দীন সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশের বাধা দূর করতে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে। তারা আশা করছেন দ্রুতই সমস্যার সমাধান হবে।

করোনা পরিস্থিতির কারণে মার্চের শেষ সপ্তাহ থেকে প্রায় আড়াই মাস স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। জুনের শুরুর দিকে বন্দর আবার চালু হয়। ভারত থেকে বাংলাদেশে পণ্য ঢুকলেও বাংলাদেশ থেকে ভারতে পণ্য ঢুকতে বাধা দেয় প্রতিবেশী দেশটি।

বাংলাদেশের পণ্য প্রবেশে বাধা নিয়ে দিল্লির সঙ্গে কয়েক দফা যোগাযোগ করে ঢাকা। দুই দেশই নির্বিঘ্নে পণ্য আমদানি-রপ্তানিতেঁ একমত হয়।

বাণিজ্য চালু করতে ভারত-বাংলাদেশ একমত হওয়ার পরও এ দেশের পণ্য ঢুকতে বাধা দেওয়াকে হতাশাজনক বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘কেন বাংলাদেশি পণ্য প্রবেশে বাধা দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।’ আলোচনার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তিনি।

মূলত পশ্চিমবঙ্গের বাধার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে সংশ্লিষ্ট বাংলাদেশি সিঅ্যান্ডএফের (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) সদস্যরা জানান, তারা পণ্য রপ্তানি করতে না পারলে ভারতীয় পণ্য আমদানিও করবেন না। এ নিয়ে আজ মঙ্গলবার বৈঠক হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/৩০জুন/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :