বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুন ২০২০, ১৫:৪২

বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে দীর্ঘ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে ১১টায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করা হয়েছে।

এদিকে বেলা পৌনে একটার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে নদী থেকে। উদ্ধারকৃত মরদেহটি একজন পুরুষের। যার বয়স ২৫ থেকে ২৬ বছর। এ নিয়ের ৩৩ জনের মরদেহ উদ্ধার হলো।

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এক যোগে কাজ করছেন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএর কর্মীরা।

এদিকে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যু’ অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ‘ময়ূর-২’ লঞ্চের মালিকসহ ৭ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে নৌ-পুলিশের এসআই শামছুল আলম বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

গতকাল সকাল নয়টায় বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার ফরাসগঞ্জ এলাকায় লঞ্চ ডুবির ঘটনা ঘটে। চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় মর্নিং বার্ড নামের লঞ্চটি। লঞ্চটি কাঠপট্টি ঘাটে ভেড়ার ঠিক আগ মুহূর্তে এ দুর্ঘটনার শিকার হয়।

ঢাকাটাইমস/৩০জুন/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :