ময়মনসিংহে এক সপ্তাহে ৪৬৯ জনের করোনা জয়

প্রকাশ | ৩০ জুন ২০২০, ১৮:১১

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহে প্রতিদিনই রেকর্ডসংখ্যক করোনায় আক্রান্তের পাশাপাশি দীর্ঘ হচ্ছে লাশের সারি। পাশাপাশি সুস্থও হচ্ছেন রেকর্ডসংখ্যক।

ময়মনসিংহ জেলায় সোমবার একদিনেই সুস্থ হয়েছেন ১৫৪ জন করোনা রোগী। একদিনে সুস্থ হওয়ার ক্ষেত্রে এটি সর্বোচ্চ। এর আগে ২৩ জুন ৮৭ জন সুস্থ হয়েছিলেন। এ নিয়ে এক সপ্তাহে সুস্থ হলেন ৪৬৯ জন। এটা জেলায় মোট সুস্থের ৫৪ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মোট ১,৮১৩ জন আক্রান্ত করোনা রোগীর বিপরীতে সুস্থ হয়েছেন ৮৬৪ জন। সুস্থতার হার একদিনেই এক লাফে ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৪৮ শতাংশতে উন্নীত হয়েছে। এর মধ্যে সোমবার ময়মনসিংহ সদরে ৭৪ জন, ভালুকায় ২৬ জন, ধোবাউড়ায় ১৭ জন, মুক্তাগাছায় ১৪ জন, ত্রিশালে ১২ জন, নান্দাইলে ৭ জন, ফুলবাড়িয়া উপজেলায় ৪ জনসহ মোট ১৫৪ জন সুস্থ হয়েছেন।

অন্য যারা আক্রান্ত তাদেরও সুস্থ করে তোলার লক্ষ্যে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে এমনটি জানিয়ে জেলার সিভিল সার্জন এবিএম মসিউল আলম বলেন, মঙ্গলবার পর্যন্ত ৯১৮ জন আইসোলেশনে রয়েছেন। তারাও সুস্থ হয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলায় সবচেয়ে বেশি। এই উপজেলায় ১ হাজার ৩৮ জন আক্রান্ত হয়েছেন, যা মোট আক্রান্তের ৫৭ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। সদর বাদে জেলার অন্য ১২টি উপজেলা মিলিয়ে ৭৭৫ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে সুস্থ হওয়ার তালিকাতেও সবচেয়ে এগিয়ে সদর উপজেলা। এখানে ৪৫৫ জন সুস্থ হয়েছেন, যা জেলার মোট সুস্থ হওয়াদের মধ্যে ৫২ শতাংশ। এরপরেই যথাক্রমে ভালুকায় ৮২ জন, ঈশ্বরগঞ্জে ৬০ জন, ধোবাউড়ায় ৪৬ জন, ত্রিশালে ৪২ জন, ফুলপুরে ৩৯ জন, গফরগাঁও উপজেলায় ৩৬ জন রয়েছেন। এছাড়া মুক্তাগাছায় ২৮ জন, নান্দাইলে ২৪ জন, ফুলবাড়িয়ায় ২৩ জন, তারাকান্দায় ১৪ জন, হালুয়াঘাটে ৮ জন এবং গৌরীপুরে ৭ জন সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন বলেন, এখন যারা আইসোলেশনে আছেন, তারা অধিকাংশই নতুন সংক্রমিত। তাদের সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তিন দফা ফলোআপ টেস্টে নমুনা নেগেটিভ এলেই তাদের করোনামুক্ত ঘোষণা করা হবে। উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১০ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এছাড়াও জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনায় ২১ জনের প্রাণহানি হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জুন/এলএ)