তিন মাস পর নেটে ফিরলেন স্মিথ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুন ২০২০, ২০:২৭

নোভেল করোনাভাইরাসের জেরে তিন মাস গৃহবন্দি থাকার পর অবশেষে অনুশীলনে নামলেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ঘরোয়া ক্রিকেটে তাঁর ক্লাব নিউ সাউথ ওয়েলসের জার্সি গায়ে নেটে তাঁর ব্যাটিং অনুশীলনের ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন বহুল চর্চিত এই অজি ব্যাটসম্যান।

ছবি দেখে বোঝা যাচ্ছে আউটডোর সেশন নয়, বরং স্মিথ স্থানীয় ইনডোরেই এদিন তাঁর ব্যাটিং সেশন সেরেছেন। তবে তিন মাস পর অনুশীলনে ফিরে যে বেশ খুশি প্রাক্তন অজি অধিনায়ক, সেটা তাঁর হাবেভাবেই স্পষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইন্ডোর নেট সেশনের ছবি পোস্ট করে স্মিথ মজার একটি ক্যাপশন লিখেছেন অনুরাগীদের জন্য। বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান লিখেছেন, ‘আনন্দ সংবাদ। তিন মাস পর নেটে ফিরলাম। মনে পড়ল কীভাবে ব্যাট ধরতে হয়।’

জাতীয় দলে তাঁর সতীর্থ উসমান খোয়াজা আবার স্মিথের ক্যাপশনের পরিপ্রেক্ষিতে পালটা লেখেন, ‘একটা সময় গিয়ে তুমি আবার ব্যাট ধরতে ভুলে যাবে আমি নিশ্চিত।’

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ জানিয়েছিলেন, লকডাউনে ব্যাট না ধরলেও তিনি নিজেকে ফিট রেখেছেন পুরোপুরি। দু’মাস কোথিন পরিশ্রম, দৌড়ঝাঁপ, জিম সেশনের মধ্যে নিজেকে সতেজ রেখেছেন। পাশাপাশি লকডাউনকে ‘ওয়েলকাম ব্রেক’ আখ্যা দিয়েছিলেন তিনি।

সিডনি মর্নিং হেরাল্ডকে প্রাক্তন অজি অধিনায়ক জানিয়েছিলেন, ‘আমি সম্ভবত সেরা শেপে রয়েছি যেমনটা বছরের অন্যান্য সময় থাকি। বাড়িতে জিম সেশনে প্রচুর সময় দিয়েছি। অনেক দৌড়েছি। দু’মাস বাড়িতে থেকে কঠোর পরিশ্রম করেছি।’

(ঢাকাটাইমস/৩০ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :