ময়মনসিংহের বরেণ্য শিক্ষাবিদ রিয়াজুল ইসলামের ইন্তেকাল

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুন ২০২০, ২২:০১

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ, বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিক, সমাজকর্মী অধ্যাপক মুহাম্মদ রিয়াজুল ইসলাম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১২টা ৫ মিনিটে ঢাকার হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

অধ্যাপক মুহম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘদিন দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন ও বার্ধক্যজনিত কারণে ঢাকার হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার বেলা ১১টায় আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে জামালপুর জেলায় ফুলকোচা হরিনাপাই গ্রামের নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

জানাযায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান, ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি ডা. কে. আর ইসলাম, এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা সিপিবির সভাপতি এমদাদুল হক মিল্লাত, আওয়ামী লীগ নেতা ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ার, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুছ, শওকত উসমান লিটন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন, জেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, নাসিরাবাদ কলেজের শিক্ষক অধ্যাপক জালাল উদ্দিন, সুজন জেলা শাখার সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, মরহুমের জেষ্ঠপুত্র ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য তানভীর আহমেদ ছিদ্দিক, শিক্ষক নেতা সুলতান আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

(ঢাকাটাইমস/৩০জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :