গ্রামীণ সড়ক ও রেলের উন্নয়নে ১৪২ মিলিয়ন ডলার দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জুন ২০২০, ২২:৩৮ | প্রকাশিত : ৩০ জুন ২০২০, ২২:৩৬

বাংলাদেশের গ্রামীণ সড়ক উন্নয়নে ১০০ মিলিয়ন মার্কিন ডলার এবং সড়ক নির্মাণ ও রেলের উন্নয়নে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার এ সংক্রান্ত দুটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। ঋণচুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।

এতে জানানো হয়, সড়ক নির্মাণ ও রেলের উন্নয়নে প্রকল্প সম্পন্ন হলে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি বাইপাস নির্মাণ ও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রচারের জন্য রাস্তা সংযোগ স্থাপনে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

সড়ক ও রেল উন্নয়নের বিষয়ে এডিবি বলছে, এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সম্ভাব্যতা যাচাই, বিস্তর নকশা, ঝুঁকি নিরূপণ, শ্রমিক, পরিবেশগত প্রভাব, জলবায়ুর ঝুঁকি ইত্যাদি মোকাবিলা সম্ভব হবে, যা প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নে সহযোগিতা করবে।

এছাড়াও, বন্দর, স্থলবন্দর এবং সীমান্ত পারাপার পয়েন্টগুলোর সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রগুলোতে এবং অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো এবং অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালসহ সড়ক ও রেল যোগাযোগের ইন্টারমডেল ট্রান্সশিপমেন্ট সুবিধায় সহায়তা করবে।

গ্রামীণ সড়ক উন্নয়নের বিষয়ে এডিবি বলছে, গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় এই ঋণ প্রদান করা হচ্ছে। দেশের ৩২টি জেলায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নতুন এ চুক্তির ফলে গ্রামীণ সড়ক এক হাজার ৭০০ কিলোমিটার থেকে দুই হাজার ৬৩০ কিলোমিটার উন্নীত করা সম্ভব হবে

(ঢাকাটাইমস/৩০জুন/জেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা: ক্যাব চট্টগ্রাম

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

নিজ নেতৃত্বগুণে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বিশ্ববরেণ্য নেতা: ড. মশিউর রহমান

ওয়ালটন ফ্রিজ কিনে ৩২তম মিলিয়নিয়ার হলেন কুমিল্লার ভ্যানচালক হুমায়ুন 

এবার মিরপুরে ৫৯৫ টাকায় গরুর মাংস

আয়ারল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ: সালমান এফ রহমান

বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের মধ্যে ক্রেডিট গ্যারান্টি বিষয়ে চুক্তি

এনসিসি ব্যাংক পিএলসি. এবং একপে এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি 

নগদ লেনদেনে এবার জমি জেতার সুযোগ

মার্কেন্টাইল ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন

এই বিভাগের সব খবর

শিরোনাম :