কোহলির ধারাবাহিকতায় বিস্মিত ফিঞ্চ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ১০:৫৫

ভারতের হয়ে খেলার প্রবল চাপ রয়েছে। ক্রিকেটভক্তদের অনন্ত প্রত্যাশা পূরণ করতে হয় ক্রিকেটারদের। তার উপরে যদি নেতৃত্বের বোঝা চাপে, তা হলে তো সেই চাপ পাহাড়প্রমাণ হয়ে ওঠে। বিরাট কোহলি কিন্তু দুটো কাজই সমানভাবে করে আসছেন। চাপ অনুভব করছেন কিনা তা বোঝাই যায় না ভারত অধিনায়ককে দেখে।

কোহলিকে দেখে বিস্মিত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। তিনি বলছেন, ‘ভারতের হয়ে খেলাটা সব সময়ে চাপের। ভারতকে নেতৃত্ব দেওয়াতেও রয়েছে প্রচণ্ড চাপ। কোহলি কিন্তু দুটো কাজই করে চলেছে একসঙ্গে।’

দেশে হোক বা বিদেশে- সিরিজের পর সিরিজে রান করে চলেছেন কোহলি, গড়ছেন রেকর্ড। ফিঞ্চ বলছেন, ‘প্রতিটি প্লেয়ারেরই খারাপ সময় যায়। কিন্তু কোহলি, স্মিথ, পন্টিং, শচীনকে পর পর সিরিজে খারাপ খেলতে দেখা যায়নি।’

ধোনি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে কোহলির হাতে। প্রত্যাশার চাপের মধ্যেও পারফরম্যান্স করে নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। তিনটি ফরম্যাটেই ধারাবাহিকতা দেখাচ্ছেন কোহলি। ভারত অধিনায়কের ধারাবাহিকতা দেখে বিস্মিত অজি ক্রিকেটার। ফিঞ্চ বলছেন, ‘ওয়ানডে ফরম্যাটে সর্বকালের সেরা হওয়া এক রকম। কিন্তু টেস্ট ক্রিকেট ও টি টোয়েন্টি ফরম্যাটেও সেরা হওয়া দারুণ ব্যাপার।’

(ঢাকাটাইমস/০১ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :