তাড়াশে সাংবাদিক-পুলিশসহ তিনজনের করোনা শনাক্ত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুলাই ২০২০, ১৬:৪৫ | প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ১৫:৪৬

সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিক ও পুলিশসহ তিনজনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, মধ্যে দৈনিক খোলা কাগজ পত্রিকার তাড়াশ প্রতিনিধি আশরাফুল ইসলাম রনি, তাড়াশ থানার ডিএসবি (এএসআই) আব্দুল হাই ও স্বাস্থ্যকর্মী শাহিনুর আলম শাহিন।

এ তিনজনের মধ্যে শাহিনুর আলম শাহিনের তৃতীয়বারের পরীক্ষায় করোনা ধরা পড়ে।

নতুন করে তিনজনসহ উপজেলায় মোট ১৩ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিন মিঞা শোভন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদাত হোসেন বলেন, তাড়াশ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার তাদের মধ্যে তিনজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

(ঢাকাটাইমস/১জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :