বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ১৩৮১ জনের বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ১৮:১০

বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের আরোপিত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক হাজার ৩৮১ জনকে নয় লাখ ২৮ হাজার ৭৭০ টাকা জরিমানা করেছে। এ সময় এক হাজার ৩৮১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এক হাজার ৩৫৩টি। গত এক মাসে বাগেরহাটের নয় উপজেলার বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।

অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষার একমাত্র উপায় বলে শুরু থেকে জানিয়ে আসছে সরকারের স্বাস্থ্য বিভাগ।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শাহীনুজ্জামান সকালে এই প্রতিবেদককে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটের জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসন শুরু থেকে নানা সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

ব্যাপক প্রচারণা চালানোর পরেও অনেকেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে নাগরিকদের সুরক্ষা দিতে বাগেরহাটের নয় উপজেলায় ৩০টি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক মাঠে কাজ করছে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

গত জুন মাসে জেলার বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক হাজার ৩৮১ জনকে নয় লাখ ২৮ হাজার ৭৭০ টাকা জরিমানা করে। এসময় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এক হাজার ৩৫৩টি।করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :