একদিনেও ডুবে যাওয়া শিশুর খোঁজ মেলেনি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ১৯:৪১

একদিনেও খোঁজ মেলেনি পানিতে ডুবে যাওয়া মোস্তাকিন নামে (৪) কিশোরগঞ্জের ভৈরবের এক শিশুর। গত মঙ্গলবার দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের লুইন্দা খলাপাড়ার পশ্চিমমাথা এলাকায় ডুবে যাওয়ার এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে। তাকে উদ্ধারে খোঁজাখুজি চলছে হাওরের বিভিন্ন স্থানে।

নিহত মোস্তাকিনের বাবা আব্দুল হাকিম বলেন, ‘বাড়ির চারিদিকে বর্ষার পানি। দুপুরের খাবার খাওয়ার পর মোস্তাকিনসহ কয়েক শিশু মিলে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। হঠাৎ মোস্তাকিন পানিতে পড়ে যায় বলে মোস্তাকিনের খেলার সঙ্গীরা আমাদের জানায়। আমরা ছুটে এসে বাড়ির চারপাশে নৌকা নিয়ে অনেক খোঁজাখুজি করেও মোস্তাকিনের কোন সন্ধান পায়নি। পরে বুধবার সকালে উপজেলা ফায়ার স্টেশনে খবর দিই।

এলাকাবাসী বলেন, ‘মোস্তাকিনের বাবা-মা গত দেড় বছর আগে খলাপাড়া এলাকা থেকে এখানে এসে বাড়ি করেন। বাড়িটি হাওর অঞ্চলের মাঝখানে হওয়ায় এখানে লোকজন খুব বেশি একটা আসা যাওয়া করেনা। গতকাল বিকেলে খবর পাই, মোস্তাকিন পানি ডুবে গেছে, তার কোনো সন্ধান মিলছে না। সেই থেকে আমরাও শিশুটির সন্ধানে অনেক খোঁজাখুজি করছি।’

ফায়ার স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, তাদের লোকজন লাশ উদ্ধারের চেষ্টা করছে। এছাড়াও কিশোরগঞ্জ থেকে পাঁচ সদস্যের আরও একটি টিম এসেছে শিশুটির লাশ উদ্ধারের জন্য।

ঢাকাটাইমস/১জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :