বাংলা ভাষা যোগ হলো উবার অ্যাপে

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ১৯:৪২

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশের চালক ও যাত্রীদের সুবিধার্থে এবার বাংলা সংস্করণের অ্যাপ নিয়ে এলো উবার। বাংলায় অ্যাপ চালুর মাধ্যমে স্থানীয় মার্কেটভিত্তিক সেবা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করলো উবার। এই সংস্করণটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে যা চালকদের দারুণ নেভিগেশন অভিজ্ঞতা দিবে এবং যাত্রীদের দিবে নিরবচ্ছিন্ন রাইড বুকিং সুবিধা।

চালকরা তাদের উবার অ্যাপে ‘অ্যাপ ল্যাঙ্গুয়েজ’ সেটিংস পরিবর্তন করে অ্যাপের ভাষাটিকে ‘বাংলায়’ পরিবর্তন করতে পারবেন।

যাত্রীরাও তাদের স্মার্টফোনের সেটিংস-এ ‘ইংরেজি’ থেকে ‘বাংলায়’ পরিবর্তন করে উবার অ্যাপের বাংলা সংস্করণ ব্যবহার করতে পারবেন।

উবার বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, ‘বাংলাদেশে উবার অ্যাপে বাংলা ভাষা যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী যে এই সংস্করণটি চালক ও যাত্রী উভয়ের জন্যই সুবিধাজনক হবে।’

অ্যাপে বাংলা ভাষা আনবেন যেভাবে

-অ্যাপের অপশন থেকে ‘অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।
-‘অ্যাপ ল্যাঙ্গুয়েজ’ সিলেক্ট করুন
-‘বাংলা (বাংলাদেশ)’ সিলেক্ট করুন
-চেঞ্জ অপশনে ক্লিক করে ভাষা পরিবর্তন নিশ্চিত করুন

ভাষা পরিবর্তন হয়ে গেলে নতুন ভাষার সেটিংস উবার অ্যাপ বাংলায় দেখা যাবে।

(ঢাকাটাইমস/১জুলাই/এজেড)