লতিফুর রহমানের মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ১৯:৪৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এফবিসিসিআই'র সভাপতি শেখ ফজলে ফাহিম।

বুধবার এক শোকবার্তায় এফবিসিসিআই সভাপতি জানান, শিল্পপতি লতিফুর রহমান ১৯৯৪-১৯৯৬ মেয়াদে এফবিসিসিআই-এর পরিচালক ছিলেন।

এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে লতিফুর রহমানের মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং বিশেষ করে বেসরকারীখাতে কর্মসংস্থান সৃষ্টিতে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তার এ মৃত্যু শুধুমাত্র পরিবারের সদস্যবৃন্দই নয়, বরং পুরো দেশবাসী একজন সফল উদ্যোক্তাকে হারালো, যা আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে ডিসিসিআই সভাপতি মনে করেন।

(ঢাকাটাইমস/১জুলাই/জেআর/ইএস)