করোনা: চাঁদপুরে আক্রান্ত বেড়ে ৯০৫, মৃত্যু ৫৮

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ১৯:৫৫

চাঁদপুর জেলায় নতুন করে আরও ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ৩১ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৫ জন। এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫৮ জন। সুস্থ্য হয়েছেন ২৯৯ জন।

বুধবার বিকালে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে ঢাকা থেকে এখন পর্যন্ত রিপোর্ট এসেছে ১৩২টি। এর মধ্যে পজিটিভ ৩১টি এবং নেগেটিভ ১০১টি।

আক্রান্ত ৩১ জনের মধ্যে চাঁদপুর সদরের ১৪ জন, মতলব উত্তরের ৩ জন, ফরিদগঞ্জে ৫, শাহরাস্তি উপজেলার ১ জন, হাজীগঞ্জের ১ জন, কচুয়া ৩ জন, হইমচরের ২ জন ও মতলব দক্ষিণে ২ জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের একজন মৃত্যুর পরে পজিটিভ এসেছে।

সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯০৫ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৩৪৩ জন, হাইমচরে ৭২, মতলব উত্তরে ৬৮, মতলব দক্ষিণে ৯৮, ফরিদগঞ্জ ৮৯, হাজীগঞ্জ ৯১, কচুয়া ৪৩ ও শাহরাস্তি ১০১ জন।

তিনি আরও জানান, আজকে জেলায় করোনায় মৃত ব্যক্তির সংখ্যা ৫৭ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৬, ফরিদগঞ্জে ৭, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৪, কচুয়ায় ৫, মতলব উত্তরে ৮ ও মতলব দক্ষিণ উপজেলায় ২ জন।

(ঢাকাটাইমস/৩০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :