রামেকের ল্যাবে ৪৩ নমুনায় করোনা

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ২০:৩৮

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে বুধবার ৪৩ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার তাদের ল্যাবে ১৬৬টি নমুনার রিপোর্ট হয়েছে। এর মধ্যে ৪৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

নতুন এসব কোভিড-১৯ রোগীর মধ্যে ২৩ জনই আছেন রাজশাহী মহানগরীতে। এছাড়া রাজশাহীর চারঘাট উপজেলায় ৩ এবং দুর্গাপুরে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৫টি নমুনা নাটোরের।

এই ৪৩ রোগীর বিষয়ে রাজশাহী ও নাটোরের সিভিল সার্জনকে জানানো হয়েছে বলেও জানান অধ্যাপক ডা. বুলবুল হাসান।

এদিকে নতুন ২৮ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০৭ জন হলো। নাটোরে এখন আক্রান্তের সংখ্যা ১৮৯ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেও প্রতিদিন নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৩০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :