করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায় ড্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ২১:৩৫

দেশে সরকারি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষায় ফি নির্ধারণকে সরকারের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত দাবি করে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপিপন্থি চিকিৎসকদের এই সংগঠনের পক্ষ থেকে এ দাবি করা হয়।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, মহামারি করোনাভাইরাসের থাবায় বাংলাদেশ বিপর্যস্ত। কিন্তু শুরু থেকেই সরকারের বিভিন্ন ভুল সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার কারণে দেশে প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় এখানে পরীক্ষার হার খুবই নগণ্য।

তারা বলেন, বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা ও আর্থ সামাজিক ব্যবস্থার নিরিখে এটা স্পষ্ট প্রতীয়মান যে পরীক্ষার ফি নেয়ার সিদ্ধান্তের কারণে মানুষের মধ্যে টেস্টের আগ্রহ কমবে। ফলে সংক্রমণ চরমভাবে বৃদ্ধি পাবে।

ড্যাবের নেতৃদ্বয় বলেন, করোনার ভয়ংকর ছোবলে দেশের অর্থনীতিও চরমভাবে বিপর্যস্ত, শ্রম হারিয়েছে লাখ লাখ মানুষ। এমতাবস্থায় করোনা শনাক্তকরণে ফি নেয়ার সিদ্ধান্ত আত্মঘাতী।

এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কিছু ব্যক্তি রাষ্ট্রের কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লোপাট করে জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। দারিদ্রসীমার নিচে বাস করা ও নতুন করে দরিদ্র হওয়া ব্যাপক জনগোষ্ঠী চিকিৎসা সেবা দূরে থাক শনাক্ত ছাড়াই মারা যাবে।

(ঢাকাটাইম/০১জুলাই/বিইউ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :