ভৈরবে পৃথক অভিযানে মদসহ ১২ জন আটক

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ২১:৫৭

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাবের পৃথক অভিযানে ১৬০ লিটার চোলাই মদসহ ১২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে হরিজন কলোনি ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প তাদের আটক করে।

আটকরা হলেন,  মো. সেলিম (৩৫), মো. তাহের (৩৬), গোলাপ মিয়া (৫০),   আশকর আলী (৫০) রফিক ইসলাম (৩৫),  মো. আলম (৫০), মো. জাকির (৩০), হাদিস মিয়া (২৯), মো. ইদ্রিস মিয়া (৪০), মো. নুরু মিয়া (৩০),  মো. মন মিয়া (২৬) ও তহিল মিয়া (৬২)।

এই বিষয়ে বুধবার র‌্যাবের কোম্পানি কমান্ডার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কিছু অসাধু মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত দেশীয় পদ্ধতিতে চোলাই মদ তৈরি করে ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রি করে আসছে। এর প্রেক্ষিতে এই আভিযান হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন রেলগেইট রবিদাস পাড়ায় এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন রেলওয়ে হরিজন কলোনীর সামনে থেকে আটক করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় পৃথক মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১জুলাই/কেএম)