ময়মনসিংহে পুলিশ সদস্য করোনামুক্ত হয়ে অবসরে

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ২৩:০৭

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা শহর ফাঁড়ি পুলিশের একজন সদস্য করোনামুক্ত হয়ে চাকরি থেকে অবসর নিয়েছেন। বুধবার বিকালে পুলিশ কনস্টেবল আবুল কালাম জালাল উদ্দিনকে (৬০) মুক্তাগাছা শহর ফাঁড়ি পুলিশের উদ্যোগে আর্থিক অনুদান, উপহার ও ফুল দিয়ে বরণ করে আনুষ্ঠানিকভাবে সম্মানজনক বিদায় জানানো হয়।

মুক্তাগাছা শহর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওয়াজেদ আলী বলেন, চাকরির শেষ সময়ে এসেও সরকারি দায়িত্ব পালনকালে কনস্টেবল আবুল কালাম জালাল উদ্দিন করোনা আক্রান্ত হন।

তিনি সাহসিকতার সঙ্গে মুক্তাগাছা শহর ফাড়িতে কর্তব্যপালন করেন। আল্লাহর অশেষ রহমত ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক তদারকিতে করোনামুক্ত হয়ে বুধবার তিনি চাকরি থেকে অবসর নেন।

গত ২৩ জুন আবুল কালাম জালাল উদ্দিনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরে তিনি ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসারত অবস্থায় ২৯ জুন তার করোনা টেস্ট রিপোর্ট নিগেটিভ আসে।

আবুল কালাম ময়মনসিংহ সদর উপজেলার চর ভাবানীপুরের বাসিন্দা।

(ঢাকাটাইমস/১জুলাই/কেএম)