বনানীতে ছোট মেয়ের পাশে চিরঘুমে লতিফুর রহমান

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০৮:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর বনানী কবরস্থানে ছোট মেয়ে শাজনীন তাসনিম রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান মো. লতিফুর রহমান। বুধবার রাত ১০টার পর তার দাফন সম্পন্ন হয়। দাফনে পরিবারের লোকজন ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এর আগে গতকাল বিকাল ছয়টার দিকে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় লতিফুর রহমানের লাশবাহী গাড়ি। রাত পৌনে ৯টার দিকে লাশ নেয়া হয় তার গুলশানের বাসায়। এরপর সেখানে আত্মীয়-স্বজন ও পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত হন। পরে সেখান থেকে লাশ নেয়া হয় বনানী কবরস্থানে। এরপর রাত ১০ টার দিকে ছোট মেয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লায় নিজ বাসভবন ফারাজ মঞ্জিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতিফুর রহমান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দুই বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

লতিফুর রহমান দৈনিক প্রথম আলো পরিচালনাকারী মিডিয়া স্টার এবং ডেইলি স্টার পরিচালনাকারী মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন পিৎজা হাট ও কেন্টাকি ফ্রায়েড চিকেন (কেএফসি) প্রচলনের জন্য সমাধিক পরিচিত বিশিষ্ট এই ব্যবসায়ী।

ঢাকাটাইমস/২জুন/এমআর