যশোরে আরও ৬০ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ১৫:২৪

যশোরে নতুন করে ২৪১ নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্তৃপক্ষ তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে। যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য শিরিন নিগার জানিয়েছেন, জিনোম সেন্টারে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে যশোর জেলার ৬২ জন। যার মধ্যে ফলোআপ রয়েছে দুইজন। এছাড়াও মাগুরা জেলার ৩৪ জনের নমুনা পরীক্ষায় চারজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

এর আগে জেলায় একদিনে এত করোনা রোগী শনাক্ত হয়নি উল্লেখ করে জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন জনসচেতনতামূলক প্রচারণা বৃদ্ধির অনুরোধ জানান।

তিনি বলেন, ‘সচেতনতা ছাড়া নিজে, পরিবার ও সমাজকে রক্ষা করার আর কোনও উপায় নেই।’

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৭০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের।

ঢাকাটাইমস/২জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :