বগুড়ায় করোনা রোগীর সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ১৬:১৯

বগুড়ায় আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ জন পুরুষ, ২৫ জন নারী এবং তিনজন শিশু রয়েছে । এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৫২ জনে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া জেলার ১৭৩টি নমুনা পরীক্ষসার ফলাফলের মধ্যে ১৭টিতে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ থেকে পাওয়া ১২৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৪ জন এবং ঢাকায় পাঠানো ১৬৪টির ফলাফলে ২২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে জেলা সদরের ৩৯, দুপচাঁচিয়া উপজেলার ১৪, সারিয়াকান্দির পাঁচ, শিবগঞ্জের তিন, কাহালুর তিন, ধুনটের তিন, শেরপুরের দুই, শাজাহানপুরের এক, গাবতলীর এক, আদমদীঘির এক এবং সোনতলার একজন রয়েছেন। এছাড়া জেলায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে ১৩৩ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৮০২ জন ও মৃত্যু হয়েছে ৫৩ জনের।

ঢাকাটাইমস/২জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :