আত্মতুষ্টিতে না ভুগে সতর্ক জিদান

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ১৬:৫১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

লিওনেল মেসিদের ফের ড্রয়ের পরেও রিয়াল মাদ্রিদ যে আত্মতুষ্টিতে ভুগবে না, তা পরিষ্কার করে দিলেন জিনেদিন জিদান। লা লিগায় খেতাবী দৌঁড় জমে ওঠার মধ্যে আজ (বৃহস্পতিবার) গেতাফের বিরুদ্ধে নামছে রিয়াল। যদি জিদানের দল জিততে পারে, বার্সেলোনার থেকে চার পয়েন্টের ব্যবধান তৈরি করে লিগ জয়ের দৌঁড়ে এগিয়ে যাবে।

কিন্তু বিচক্ষণ জিদান জানেন, কোনও কিছুই আগাম ধরে রাখা যায় না ফুটবলে। তাই বার্সেলোনার ড্রয়ের খবরেও খুশির চেয়ে বেশি সতর্ক তিনি। মনে করিয়ে দিচ্ছেন, ‘আমরা কিন্তু এখনো কাপ জিতিনি। ভুলে গেলে চলবে না, আমাদের এখনও ছটি ম্যাচ বাকি। ছয় ম্যাচ মানে আঠেরো পয়েন্টের খেলা।’

যোগ করছেন, ‘যতক্ষণ না আমরা চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলছি, একই তীব্রতা নিয়ে এগিয়ে যেতে হবে।’ এখানেই না থেমে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি সতর্ক করে দিচ্ছেন, ‘গেতাফে ভালো দল। আমাদের আটকানোর জন্য যা যা করার দরকার, ওরা করবে।’ বলে দিচ্ছেন, ‘আমাদের ছটি ফাইনাল বাকি। তার প্রথমটা খেলছি বৃহস্পতিবার।’

মেসিদের আরও একটি ড্রয়ের পরে রিয়াল ভক্তরা রীতিমতো উৎসব শুরু করে দিয়েছেন। এমনকি, প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে জিদানকে সাংবাদিকেরা বেশির ভাগ প্রশ্ন করতে থাকেন সম্ভাব্য লিগ জয় নিয়ে।

জিদান তাঁদের শান্তভাবে বারবার মনে করিয়ে দিতে থাকেন, ‘আমরা কিন্তু কিছুই জিতিনি এখনও। নিজে খেলোয়াড় হিসেবে এরকম পরিস্থিতি অনেকবার দেখেছি। খেতাব নিশ্চিত, তবু সেই জায়গা থেকে স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। ট্রফি ফস্কে গিয়েছে। একেবারেই তাই চাই না, আমাদের কেউ বলুক, খেতাবের নিষ্পত্তি হয়েই গিয়েছে। যতক্ষণ না তুমি জিতছ, ততক্ষণ তুমি জেতোনি।’

এডেন হ্যাজার্ডকে নিয়ে ধৈর্য ধরতে বলছেন জিদান। ‘অনেক দিন ও মাঠের বাইরে ছিল, তাই কিছুটা সময় দিতেই হবে,’ বলছেন তিনি। হামেজ রদ্রিগেজ প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন নিয়মিতভাবে খেলার সুযোগ না পাওয়ার জন্য। তা নিয়ে সাংবাদিকেরা জিজ্ঞাসা করায় কিন্তু ক্ষুব্ধ নন জিদান। বরং স্বীকারই করে নিলেন, ‘হামেস একদম সত্যি কথাটা বলছে। ও আরও বেশি খেলতে চায় এবং সেটা খুব স্বাভাবিক।’

করোনা এবং লকডাউনের সঙ্গে লড়াই করে স্পেনে লা লিগা ফের চালু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ। পাঁচটির মধ্যে পাঁচটিই জিতেছে জিদানের দল।  

(ঢাকাটাইমস/২ জুলাই/এসইউএল)