ধামইরহাটে স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনা শনাক্ত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ১৬:৫৮

নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) ধরা পড়েছে। এ নিয়ে ধামইরহাট উপজেলায় করোনা রোগী সংখ্যা দাঁড়ালো ২২ জনে। এর আগে স্বাস্থ্য বিভাগের তদারকিতে সুস্থ হয়েছেন আটজন।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম বলেন, নতুন করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স (মিডওয়াইফ) ও মেডিকেল টেকনোলজিস্ট এম.টি (ল্যাব)সহ ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী।

এ বিষয়ে ধামইরহাট থানার নবাগত ওসি আবদুল মমিন বলেন, ধামইরহাট থানা পুলিশ সার্বক্ষণিক জনসাধারণকে সচেতন করতে প্রচারাভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

(ঢাকাটাইমস/২জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :