ডিএসসিসিকে ২০ হাজার মাস্ক দিলো 'ডেকাথ্‌লন বাংলাদেশ'

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ১৭:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ফ্রান্স-ভিত্তিক ক্রীড়া-সামগ্রী বিপণন প্রতিষ্ঠান 'ডেকাথ্‌লন বাংলাদেশ’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) ২০ হাজার নন-সার্জিকেল ফেব্রিক-মাস্ক প্রদান করেছে।

বৃহস্পতিবার নগর ভবনে ডিএসসিসি মেয়রের কার্যালয়ে ডেকাথ্‌লন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দীপক ডি’সুজার নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর কাছে মাস্কগুলো হস্তান্তর করেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় ডেকাথ্লন বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং মাস্কগুলো করপোরেশনের মশক-নিধন ও পরিচ্ছন্নতাকর্মী করপোরেশনের কর্মীদের সুরক্ষার জন্য ব্যবহার করার নির্দেশনা দেন।

ঢাকাটাইমস/০২জুলাই/কারই/ইএস