ভূমিকম্পেও স্বমহিমায় ছুটবে জাপানের নতুন বুলেট ট্রেন

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ১৮:৪১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

দ্রুতগতির ট্রেন তৈরি করে বরাবরই নিজেদের রেকর্ড ভেঙেছে জাপান। সেই ধারাবাহিকতা আরও একবার বজায় রাখল দেশটি। বুধবার (পহেলা জুলাই) থেকে দেশটি নতুন একটি বুলেট ট্রেন চালু করেছে। সেটি দ্রুত গতি ও মসৃণতা বজায় রাখার পাশাপাশি সমানভাবে চলতে পারবে ভূমিকম্পের সময়ও। এছাড়া ভূমিকম্পের সময়ও যাত্রীরা ট্রেনের মধ্যে নিরাপদে থাকবেন।

এন সেভেন জিরো জিরো এস এর ‘এস’ অর্থ হলো সর্বশ্রেষ্ঠ। বুধবার থেকে এটি তোকাইদো-সিনকানচেন লাইনে যুক্ত হয়েছে। এটি টোকিও স্টেশন থেকে শিন-ওসাকা স্টেশনের মধ্যে চলাচল করবে। এই রেললাইনটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির রেললাইনের একটি। খবর সিএনএনের।

এই ট্রেনের ঘণ্টায় গতি ৩৬০ কিলোমিটার। ২০১৯ সালে পরীক্ষার সময়ে এই গতি পরিমাপ করা হয়েছিল। এটি বিশ্বের অন্যতম দ্রুতগতির ট্রেনগুলোর একটি। চলাচলের সময় এর গতি থাকবে ঘণ্টায় ২৮৫ কিলোমিটার।

মূলত টোকিও অলিম্পিক-২০২০ এর জন্য এই বুলেট ট্রেনটি তৈরি করেছে জাপান। করোনাভাইরাস মহামারির কারণে অলিম্পিকের এই আসর ২০২১ সালে পিছিয়ে নেয়া হয়েছে।

ঢাকা টাইমস/০২জুলাই/একে