গফরগাঁওয়ে করোনা ইউনিটে অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সাবেক নেতা

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ১৯:০০

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে দুইটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন বুয়েট শাখা সাবেক ছাত্রলীগ নেতা মতিউর রহমান নিশাত। এছাড়া বুয়েট শাখা সাবেক ছাত্রলীগ নেতাদের সহযোগীতায় দুইটি করে মিটার বক্স, অক্সি মিটার ও নেবুলাইজার মেশিনও দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এগুলো বুঝে নেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাইন উদ্দিন খান মানিক, মেডিকেল অফিসার রাশেদুল হাসান প্রমুখ।

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাইন উদ্দিন খান মানিক বুয়েট শাখা সাবেক ছাত্রলীগ নেতাদের ধন্যবাদ জানান।

প্রকৌশলী মতিউর রহমান নিশাত বলেন, ‘করোনা আক্রান্ত রোগীরা যাতে অক্সিজেন সিলিন্ডারের সংকটে না পড়েন, সে জন্য আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে এসব চিকিৎসা সরঞ্জাম দিয়েছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব প্রমুখ।

ঢাকাটাইমস/২জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :