পঞ্চম দিনেও বারডেমের আবাসিক চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ১৯:১৪

চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে বারডেম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

আন্দোলনরতরা জানান, পঞ্চম দিনেও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। বারডেম কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণে ক্ষুদ্ধ এসব তরুণ চিকিৎসকগণ, গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন এবং আজ সকাল ৮টা থেকে বারডেম ২ সেগুনবাগিচা শাখায় অবস্থান কর্মসূচি শুরু করেন৷

বেলা ১১টায় তারা বারডেম হাসপাতালের ডিজি অধ্যাপক ডা. কাইউম চৌধুরীর সঙ্গে সাক্ষাত করতে চাইলে, ডিজি সাক্ষাত দিতে নাকচ করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, 'বারডেম কর্তৃপক্ষ আমাদের ন্যায্য দাবি মেনে নিতে নারাজ। আজকেও ডিজি স্যার আমাদের সঙ্গে দেখা করতে চাননি। কোন এক অদৃশ্য অপশক্তির প্রভাবে তিনি আমাদের ন্যায্য দাবি মেনে নিতে পারছেন না।'

অপর এক চিকিৎসক বলেন, 'কর্তৃপক্ষ আমাদের নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি এই কাজ করতে কর্তৃপক্ষ হাসপাতালের অধ্যাপক ও কনসালটেন্টগণকে বাধ্য করছেন। অধ্যাপকগণ আমাদের দাবির প্রতি সহানুভূতিশীল হলেও কর্তৃপক্ষের চাপে আমাদের সাথে রূঢ় আচরণ করছেন, আমাদের হুমকি ধামকি দিচ্ছেন, এমনকি আমাদের চাকুরীচ্যুত করার হুমকি ও দিচ্ছেন অনেকে। কর্তৃপক্ষ আজকে অধ্যাপক ও তরুণ চিকিৎসকগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে যা মোটেই আমাদের কাম্য নয়। এতে হাসপাতালের কর্মপরিবেশ নষ্ট হচ্ছে।'

তাদের ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনরত তরুণ চিকিৎসারা।

ঢাকাটাইমস/০২জুলাই/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :