যৌতুকের জন্য সন্তান হত্যা: দায় স্বীকার বাবার

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ১৯:৫৪ | আপডেট: ০২ জুলাই ২০২০, ২১:২২

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে নিজের তিন বছরের ছেলে মাহিমকে অপহরণ করিয়ে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার কথা আদালতে স্বীকার করেছেন বাবা জুলহাস।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই জহিরুল ইসলাম জুলহাসসহ দুই আসামিকে আদালতে হাজির করেন। আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ মামলার অপর আসামি হলেন- জুলহাসের প্রতিবেশী জুয়েল ব্যাপারী।

 

গত ২৯ জুন শিশু মাহিমের বাবা অভিযোগ করেন তার সন্তান ২৭ জুন অপহরণের শিকার হয়েছে। যাত্রাবাড়ি থানায় জুলহাস সাধারণ ডায়রি করে। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে গত ৩০ জুন জুয়েল ব্যাপারী নামে এক যুবককে গ্রেপ্তার করে র্যা ব।  সে অপহরণে বিষয়টি স্বীকার করে এবং এর সঙ্গে শিশুর বাবা জুলহাস জড়িত থাকার কথা জানান। পরে জুলহাসকেও মাতুয়াইল দরবার শরীফ মোড় এলাকা হতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে অপহরণপূর্বক হত্যা মামলা দায়ের করা হয়।

ঢাকাটাইমস/০২জুলাই/ইএস