চাঁদপুরে ৫২ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ৬০

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ২১:৫১

চাঁদপুরে একদিনে ঢাকা থেকে আসা ৮৮ রিপোর্টের মধ্যে ৫২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭১ জনে। বুধবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ৫৯ জন।

মৃত্যুর পরে মতলবের বেলায়েত হোসেন নামে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনিসহ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০।

বৃহস্পতিবার বিকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, নতুন করে শনাক্ত ৫২ জনের মধ্যে চাঁদপুর সদরের ৩২ জন, হাইমচরে দুজন, মতলব দক্ষিণে চারজন, ফরিদগঞ্জে নয়জন ও হাজীগঞ্জে পাঁচজন।

সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগী ৯৭১ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৩৮৪, হাইমচরে ৭৫, মতলব উত্তরে ৬৮, মতলব দক্ষিণে ১০৫, ফরিদগঞ্জ ৯৮, হাজীগঞ্জ ৯৫, কচুয়া ৪৩, শাহরাস্তি ১০১ জন।

তিনি বলেন, আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের পর মৃত্যুবরণ করেছেন ৬০ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৭, ফরিদগঞ্জ ৭, হাজীগঞ্জ ১৬, শাহরাস্তি ৪, কচুয়া ৫, মতলব উত্তর ৮ ও মতলব দক্ষিণে তিনজন।

(ঢাকাটাইমস/২জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :