আনোয়ার খানে চিকিৎসা সুবিধা পাবেন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রাররা

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ২২:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কো‌ভিড-১৯ টেস্ট করার জন্য আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসা সুবিধা পাবেন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রাররা।  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর পরামর্শ ও সহযোগিতায় এ বিষয়ে হাসপাতালটির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারদের পেশাগত সংগঠন- বাংলাদেশ রেজিস্ট্রশন সার্ভিস অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার হাসপাতাল প্রঙ্গনেই এ চুক্তি স্বাক্ষর হয়।  আনোয়ার খান মডার্ণ হসপাতালের পক্ষে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. আনোয়ার হোসেন খান (সংসদ সদস্য) এবং বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. জিয়াউল হক ও মহাসচিব শেখ কাওসার আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।  এ সময় উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ শহীদুল আলম ঝিনুক। চুক্তির আওতায় নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা চিকিৎসা সেবা দেয়া হবে।

(ঢাকাটাইমস/২জুলাই/জেআর/ইএস)