কোয়ারেন্টাইনে বোতসোয়ানার প্রেসিডেন্ট

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ০৯:০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

বোতসোয়ানার প্রেসিডেন্ট মোকউইটসি মাসিসি তার এক সহকর্মীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর নিজেকে কোয়ারেন্টাইনে বন্দি করেছেন। সে দেশের সরকারের এক ঘোষণায় এখবর জানানো হয়েছে।

প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন এমন আরও কিছু কর্মকর্তাও কোয়ারেন্টাইনে গেছেন বলে ঘোষণায় বলা হয়।

পঁচিশ লক্ষ লোকের বাস বোতসোয়ানায় এপর্যন্ত ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং নিহত হয়েছেন মাত্র এক জন।

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৭৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার ৮৮৬ জন।

এছাড়া বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৩৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫১১৫ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬১ লাখ ৪০ হাজার ৬৪৯ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৬৯৫ জন।

ঢাকা টাইমস/০৩জুলাই/একে