গোপালগঞ্জে আরও ৩২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ১৩:০১

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ১৩ জন, টুঙ্গীপাড়ার দুইজন, কোটালীপাড়ার সাতজন, মুকসুদপুরের ছয়জন ও কাশিয়ানীর চারজন। জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্ত করোনা রোগীদের আইসোলেশন নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় ৭৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ২০০ জন, টুঙ্গীপাড়ার ১১০ জন, কোটালীপাড়ার ১১৭ জন, মুকসুদপুরের ১৭০ জন ও কাশিয়ানীর ১৪৬ জন রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯৯ জন। এর মধ্যে সদর উপজেলার ৭২ জন, টুঙ্গীপাড়ার ৫০ জন, কোটালীপাড়ার ৬২ জন, মুকসুদপুরের ১০৫ জন ও কাশিয়ানীর ১১০ জন।

মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার তিনজন, টুঙ্গীপাড়ার দুইজন, কোটালীপাড়া একজন, কাশিয়ানীর দুইজন ও মুকসুদপুরের চারজন।

ঢাকাটাইমস/৩জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :