কুমেক হাসপাতালে করোনায় আটজনের মৃত্যু, ভর্তি ১১৫

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ১৬:১৬

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লায় করোনা রোগ ও করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে। করোনা নিয়ে একজন পুরুষ, একজন নারী এবং করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী।

বর্তমানে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছে ১১৫ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৩৯ জন ও করোনা উপসর্গ রয়েছে ৭৬ জনের।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যান চাঁদপুর ফরিদগঞ্জের আবদুর রশিদ(৮৫), একই এলাকার হাসিনা বেগম (২৭) কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল হামিদ(৪৫), কুমিল্লা সদর দক্ষিণের আবুল হোসেন (৪৫), কুমিল্লার মুরাদনগরের লাভলী বেগম (৭০), চাঁদপুর ফরিদগঞ্জের মনু মিয়া (৬০), করোনা আক্রান্ত হয়ে মারা যান লাকসামের শেফালী বেগম (৫০) ও বরুড়া উপজেলার তাজুল ইসলাম (৪৫)।  

উল্লেখ্য, এ পর্যন্ত কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬৬ জন। এদের মধ্যে পজিটিভ ২৮ জন ও উপসর্গ ছিল ১৩৮ জনের।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৯৯ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৬১৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন।

(ঢাকাটাইমস/৩জুলাই/কেএম)