যশোরে বিএসএফের গুলিতে নারীর মৃত্যু

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ১৬:৫৭

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়া মোড়ল (২৫) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে বেনাপোলের ধন্যখোলা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া মোড়ল বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের আব্দুল জব্বারের মেয়ে।

৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধন্যখোলা ক্যাম্পের কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে সীমান্তের কাঁটাতারের পাশে বুকে গুলিবিদ্ধ ওই নারীর লাশ দেখতে পান বিজিবি সদস্যরা। পরে তাদের খবরে পুলিশ এসে এ লাশ উদ্ধার করে নিয়ে যায়। ধন্যখোলা সীমান্তের বিপরীতে ভারতের বাঁশঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/৩জুলাই/পিএল