আমাদের জাতিগত অভ্যাস হলো পেছন থেকে টেনে ধরা

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ১৮:০৬

ডা. ইমরান এইচ সরকার

একজন ভালোকিছু করার চেষ্টা করলে আমাদের জাতিগত অভ্যাস হলো তাঁকে পেছন থেকে টেনে ধরা। ড. আসিফ মাহমুদদের করোনা ভ্যাক্সিন আবিস্কারের ঘোষণা দেবার পরও সেটাই দেখলাম।

অথচ বিগত কয়েক মাস ধরে দেখলাম যেকোনো বিদেশীর একই ঘোষণায় আমাদের কতো উচ্ছ্বাস! আমরা কি হলফ করে বলতে পারি বিদেশের যারা ঘোষণা দিয়েছে তারা প্রত্যেকেই সফল হবে? ড. আসিফের ক্ষেত্রেও সে সফল হবে নাকি ব্যর্থ হবে তা সময়ই বলে দেবে। কিন্তু তাঁর এই বৈজ্ঞানিক চেষ্টাকে স্বাগত জানাতে সমস্যা কি?

আমি জানি অনেকের হয়তো ড. আসিফকে হিংসাও হয়। হিংসা করুন সমস্যা নাই, পারলে নিজেও কিছু করার চেষ্টা করুন। একই সাথে গর্বও করুন আমাদের নিজেদের ঘরের ছেলে আসিফ এবং তাঁর দল এতো বড় সাহস করেছে।

আশাকরি ড. আসিফ এবং তাঁর টীম সফল হবেন। যদি ব্যর্থও হন তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু সত্যিই যদি, সত্যিই যদি সফল হন, কি হবে টের পাচ্ছেন??

সারা দুনিয়াতে হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। ড. আসিফরা বাংলাদেশকে নিয়ে যাবেন সারা দুনিয়ার একদম চূড়ায়।

আসুন আমরা মন থেকে শুভকামনা জানাই ড. আসিফ এবং তাঁর টীমকে। প্রত্যেকে তাঁদের সাহস এবং শক্তি হই।

লেখক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র

ঢাকাটাইমস/৩জুলাই/এসকেএস