জামালপুরে বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যু

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ১৮:১০

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

বন্যার পানিতে ডুবে জামালপুরের মাদারগঞ্জে এক কৃষক ও বকশীগঞ্জে জিসান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম জানান, তার ইউনিয়নের বেড়া গ্রামের কৃষক কমল মিয়া (৫৫) শুক্রবার সকালে ক্ষেতে যাওয়ার সময় একটি খালের পানিতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করে। মৃত কমল মিয়া বেড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

অপর দিকে দুপুরে বকশিগঞ্জের পৌর এলকার কাগমারী গ্রামে বন্যার পানিতে ডুবে জিসান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

মৃত জিসান কাগমারী গ্রামে ইজাদ আলীর ছেলে।

জিসানের বাবা ইজাদ আলী জানান, দুপুরে জিসান উঠানে খেলাতে খেলতে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে বন্যার পানি পড়ে যায়। আশপাশে খোঁজাখুঁজির পর বন্যার পানিতে ভেসে উঠা লাশ উদ্ধার করে স্থানীয়রা।

বন্যার পানিতে ডুবে শিশু জিসানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

(ঢাকাটাইমস/৩জুলাই/এলএ)